চিকিৎসকদের বিদেশযাত্রার নীতিমালা ২৪ ঘণ্টাতেই বাতিল
২৫ নভেম্বর ২০২৪ ১৪:৪৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:২৩
ঢাকা: দেশের চিকিৎসকদের সর্বোচ্চ দুবার বিদেশে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে অংশ নিতে পারার বিধান রেখে জারি করা নীতিমালা ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশে ১১টি নীতিমালা দিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সইয়ে ওই নীতিমালা বাতিলের অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন দফতর বা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের নীতিমালা সংক্রান্ত ২৪ নভেম্বরের জারি করা অফিস আদেশ বাতিল করা হলো।
এর আগে রোববার মন্ত্রণালয়ের একই শাখা থেকে যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সইয়েই ওই নীতিমালার অফিস আদেশ জারি করা হয়েছিল।
নীতিমালায় বলা হয়েছিল, কোনো চিকিৎসক বছরে (সর্বশেষ ১২ মাস) সর্বোচ্চ দুই বার বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে যেতে পারবেন। এ ক্ষেত্রে তিনি যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত (দায়িত্ব পালনরত) বা অধ্যয়নরত কেবল সে বিষয়েই আমন্ত্রিত হতে পারবেন।
নীতিমালায় আরও বলা হয়েছিল, আমন্ত্রণকারী সংস্থার নিজস্ব ডোমেইনভুক্ত ওয়েবমেইল থেকে স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবমেইলে আমন্ত্রণপত্রের অনুলিপি বা কপি পাঠাতে হবে। এ সংক্রান্ত খরচও আমন্ত্রণকারী সংস্থা বহন করবে বলে প্রত্যয়নপত্র দাখিল করার কথা বলা হয়েছিল। তৃতীয় কোনো পক্ষের খরচে এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ বাতিল করা হয় নীতিমালা।
বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে গিয়ে ফেরত আসার পর একটি প্রতিবেদন স্বাস্থ্য সেবা বিভাগে দাখিল করার নির্দেশনাও দেওয়া হয় নীতিমালায়। শুধু তাই না, বিদেশে গিয়ে সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণের প্রমাণ হিসেবে প্রোগ্রামে যোগদান ও শেষের ছবি দাখিল করতে হবে।
সারাবাংলা/এসবি/টিআর
চিকিৎসকদের বিদেশযাত্রা নীতিমালা বাতিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়