Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে ভারতের পার্থ জয়

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৫০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৯

পার্থ টেস্ট জিতেছে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে হোয়াইটওয়শের লজ্জা মাথায় নিয়েই অস্ট্রেলিয়াতে পা রেখেছিলেন তারা। পার্থে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়ে ভারতের সামনে চোখ রাঙাচ্ছিল আরেকটি বড় পরাজয়। তবে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে জাসপ্রীত বুমরাহর দল। চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৩৮ রানে গুটিয়ে দিয়ে ২৯৫ রানের রেকর্ড ব্যবধানে জয় নিয়েই সিরিজে এগিয়ে গেলেন কোহলিরা।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের শেষপ্রান্তে ব্যাটিংয়ে নেমে ১২ রানেই ৩ উইকেট হারিয়েছিল অজিরা। চতুর্থ দিনে তারা ব্যাটিং করতে পেরেছে দুই সেশনের কিছু বেশি সময়। দিনের শুরুতেই খাজাকে ফিরিয়ে আঘান হানেন মোহাম্মদ সিরাজ। ৪ রান করা খাজা পান্টের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ১৭ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

৫ম উইকেটে বিপর্যয় সামাল দিয়েছেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। ভারতীয় বোলারদের বিপক্ষে খানিকটা আক্রমণাত্মকভাবেই ব্যাটিং করেছেন দুই অজি ব্যাটার। পাল্টা আক্রমণে রানের গতিও ছিল দারুণ। এই জুটি পার করে হাফ সেঞ্চুরিও।

হেড-স্মিথের জুটি ভাঙ্গেন সিরাজ। দারুণ এক ডেলিভারিতে স্মিথকে ফেরান তিনি। ১৭ রান করা স্মিথ ক্যাচ দিয়েছেন পান্টের হাতে। স্মিথ ফিরলে মিচেল মার্শকে নিয়ে আবার জুটি গড়েন হেড।

মার্শ-হেড দুজনেই বেশ আগ্রাসী মুডে ব্যাটিং করেছেন। এই সময়ে হাফ সেঞ্চুরি তুলে নেন হেড। শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরিটা পাওয়া হয়নি তার। ৮২ রানের জুটি ভাঙে হেড ফিরলে। ১০১ বলে ৮৯ রান করা হেডকে ফিরিয়ে ভারতকে জয়ের সুবাদ দিতে শুরু করেন বুমরাহ।

শেষের দিকে মার্শ ও অ্যালেক্স ক্যারি কিছুটা লড়াই করেছেন। তবে সেটা শুধুই হারের ব্যবধান কমিয়েছে। চা বিরতির পরপরই অজিদের ইনিংস গুটিয়ে যায় ২৩৮ রানে। তিনটি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও সিরাজ।

২৯৫ রানের হারের মাধ্যমে পার্থের নতুন স্টেডিয়ামে প্রথমবার টেস্ট হারের তিক্ত স্বাদ পেল অজিরা। ভারতের বিপক্ষে রানের হিসেবে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার।

দুই ইনিংস মিলিয়ে ৭৪ রানে ৮ উইকেট নেওয়া বুমরাহই হয়েছেন ম্যাচসেরা। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ভারত-অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর