Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমবাপে-বেলিংহামে রিয়ালের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ০৯:২৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৯

এমবাপে-ভিনি

এই মৌসুমে লা লিগার শুরুটা ভালো হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এক পর্যায়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে বেশ পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে বার্সার সাথে পয়েন্টের ব্যবধান একেবারেই কমিয়ে এনেছেন তারা। লেগানেসের মাঠে এমবাপে-বেলিংহামদের দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল।

চার ম্যাচ ধরে গোলের দেখা পাননি রিয়াল ফরোয়ার্ড এমবাপে। লেগানেসের বিপক্ষে অবশেষে বল জালে জড়িয়েছেন তিনি। হাফ টাইমের ঠিক আগে তার গোলেই এগিয়ে যায় রিয়াল। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ সাজিয়েও লিড নিতে পারেনি তারা। ৪৩ মিনিটে ভিনিসিয়াসের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। লা লিগায় এটি তার ৭ম গোল। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখেছে রিয়াল। ৬৬ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। ৮১ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন এমবাপে। ৮৫ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন বেলিংহাম। ব্রাহিম দিয়াজের শট পোস্টে লেগে ফিরে আসে বেলিংহামের পায়ে, সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে রিয়াল। এই জয়ে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল তারা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

সারাবাংলা/এফএম

এমবাপে রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর