Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সফটওয়্যার আর্কিটেকচারের ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ২১:৪৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০২:৩৬

সফটওয়্যার আর্কিটেকচারের ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান। ছবি: বেসিস

ঢাকা: সফটওয়্যার আর্কিটেকচারের ওপর ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও জাপানের মধ্যে সফটওয়্যার আর্কিটেকচার উন্নয়নের ক্ষেত্রে জ্ঞান বিনিময় ও সহযোগিতা বাড়ানো।

রোববার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, সম্প্রতি বারিধারায় একটি হোটেলে এ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়। বেসিসের সদস্য কোম্পানির ১৭ জনসহ এতে ৩০ জন নেয়।

বিজ্ঞাপন

দেশের আইসিটি খাতে সফটওয়্যার প্রকৌশলীদের দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় সর্বাধুনিক সফটওয়্যার প্রকৌশলের ওপর প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ‘সুপার আর্কিটেক্ট’ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে বেসিস, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে এই বি-টপএসই (বাংলাদেশ টপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার) প্রোগ্রাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি এম রাশিদুল হাসান, বেসিস জাপান ডেস্কের চেয়ারম্যান এ কে এম আহমেদুল ইসলাম বাবু, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. আবুল কাশেম মিয়াসহ অন্যরা।

বিসিসির নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসান বলেন, টিওটি প্রোগ্রামটি প্রযুক্তি ও সফটওয়্যার আর্কিটেকচারের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ বাংলাদেশের প্রশিক্ষকদের গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী দক্ষ করে তুলবে এবং আন্তর্জাতিক বাজারে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বেসিস সভাপতি এম রাশিদুল হাসান বলেন, আমাদের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের মতো উন্নত প্রযুক্তিনির্ভর দেশের সঙ্গে আমাদের এই সহযোগিতা কেবল দক্ষতা বৃদ্ধি নয়, আমাদের শিল্পকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সাহায্য করবে।

বেসিস সভাপতি আরও বলেন, বেসিস সবসময় পেশাদারদের সক্ষমতা বাড়াতে কাজ করে যাচ্ছে। এই টিওটি প্রোগ্রাম তারই একটি উদাহরণ। আমাদের লক্ষ্য দেশের প্রযুক্তি খাতকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া, যেখানে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্তিশালীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি।

সারাবাংলা/ইএইচটি/টিআর

ট্রেনিং প্রোগ্রাম বেসিস সফটওয়্যার আর্কিটেকচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর