Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ২০:৪২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ২২:২৩

ঢাকা: সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সীলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জমা দেওয়া যাবে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেছিলেন, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে। আমরা এ বিষয়ে সার্কুলার ইস্যু করবো।

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান আরো বলেন, গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। কিভাবে এটা জমা দিতে হবে তা অনেকেই বুঝতে পারছেন না। এ জন্য সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে।

উল্লেখ্য, কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে চলতি বছরের সম্পদের হিসাব বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। যা এবার বাড়ানো হলো।

সারাবাংলা/জেআর/আরএস

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পদের হিসাব সরকারি কর্মচারী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর