‘উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা বিষয়ে সমাধান করা হবে’
২৪ নভেম্বর ২০২৪ ১৬:৪৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৯:০৪
ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান করা হবে।
রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইন- শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অটোরিকশার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সে নির্দেশনাই আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘তবে হয়তো আজ আরেকটা নির্দেশনা আসবে। সে অনুযায়ী আমরা বাস্তবায়ন করব। এর আগে উচ্চ আদালত নিয়ে কথা বলা যাবেনা। আমরা আশা করছি একটা ভালো সমাধান আসবে।’
এদিকে, মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।
এর আগে ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না -তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর থেকেই ঢাকায় বিভিন্ন এলাকায় আন্দোলন করছে ব্যাটারিচালিত রিকশা চালকরা।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ/আরএস