Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ১৫:৩৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:৪৬

অভিযুক্ত আসামির সঙ্গে পুলিশ

গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ডের তাজা গুলিসহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া রানা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী সদস্য। এ সময় অভিযুক্তের ভগ্নিপতি জুয়েল মিয়ার বাড়ি থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড তাজা গুলিসহ জুয়েল রানাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধ অস্ত্র উদ্ধার গাইবান্ধা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর