সুনামগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ১৫:৪৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:৪৯
২৪ নভেম্বর ২০২৪ ১৫:৪৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:৪৯
সুনামগঞ্জ: সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকচাপায় রাজিয়া বেগম (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে নীল পুরের রাবার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিয়া বেগম শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাঙ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শান্তিগঞ্জের নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে অটোরিকশা যাত্রী রাজিয়া বেগম ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী। আহতদের সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক দুর্ঘটনার বিষয়টি করে বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর