৩৮১২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি আসছে ৪৭তম বিসিএসে
২৪ নভেম্বর ২০২৪ ১৪:০১ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ২০:৩৭
ঢাকা: ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে তিন হাজার ৮১২টি শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য প্রকাশ করা হবে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি। এরই মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এ সংক্রান্ত তথ্য পাঠানো হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান নিজ দফতরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
ব্রিফিংয়ে সিনিয়র সচিব লিখিত বক্তব্যে বলেন, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে তিন হাজার ৪৮৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য পিএসসিসে অধিযাচন (রিকুইজিশন) পাঠানো হয়েছে।
এ সময় আরও জানানো হয়, ৪৭তম বিসিএসে নন-ক্যাডার ৩২৫টি পদেও নিয়োগ দেওয়া হবে। ফলে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে তিন হাজার ৮১২টি পদের বিপরীতে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ব্রিফিংয়ে ৪৩তম থেকে শুরু করে ৪৬তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া কোনটি কোন পর্যায়ে রয়েছে, সে তথ্যও তুলে ধরেন সিনিয়র সচিব মোখলেস উর রহমান।