বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা-রানি
২৪ নভেম্বর ২০২৪ ১২:১৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৯:০৫
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসতে পারেন তারা।
শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানায়।
ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে উঠছেন রাজা চার্লস। এরপরেই এই সফরে রানিসহ যাবেন তিনি।
এর আগে রাজা চার্লসের ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা থাকলেও গত বছরের সেপ্টেম্বরে রানী এলিজাবেথের মৃত্যুর পরে সেই পরিকল্পনা বাতিল হয়।
ইতোমধ্যে আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে ব্রিটেনের পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের। এই তিন দেশ সফরের খসড়া তৈরি করছেন তারা।
রাজ পরিবারের একটি সূত্রের বরাতে বলা হয়, ‘এ রকম একটি সফরের পরিকল্পনা অনেক কিছু বয়ে আনবে। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে।’
যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঐতিহ্য বিবেচনায় এ সফর বেশ তাৎপর্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পর বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন। এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানির সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সারাবাংলা/এসডব্লিউ