সিরাজগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
২৪ নভেম্বর ২০২৪ ১২:১৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৯:০৫
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়ার মাটিকাটা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতন কান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ বলেন, শরিফুল ও নাইমুর মোটরসাইকেল নিয়ে পাবনার দিকে যাচ্ছিলেন। তারা বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে কোন বাসটি তাদের চাপা দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/ইআ