Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিশ্বাস্য বাইসাইকেল কিকে ডি মারিয়ার হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪ ১২:১৬

ডি মারিয়ার দুর্দান্ত হ্যাটট্রিক

বয়স তার ৩৬। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন গত কোপা আমেরিকা জয়ের পরপরই। আনহেল ডি মারিয়া অবশ্য ‘বুড়ো’ বয়সেও ভেলকি দেখিয়েই যাচ্ছেন। পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে অবিশ্বাস্য এক পারফরম্যান্স উপহার দিয়েছেন ডি মারিয়া। লিগ কাপের ম্যাচে আমাডোরার বিপক্ষে ডি মারিয়া করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এই হ্যাট্রট্রিকে আছে চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকও!

জাতীয় দল থেকে বিদায়ের পর বেনফিকাতেই সময় কাটছে ডি মারিয়ার। খুব বেশিদিন ক্লাব ফুটবল চালিয়ে যাবেন না, এমন আভাসও দিয়ে রেখেছেন তিনি। প্রতিটি ম্যাচই তার কাছে বিশেষ কিছু, এমনটাই জানিয়েছিলেন নিজেই।

বিজ্ঞাপন

ম্যাচের ২ মিনিটের মাথায় বেনফিকাকে এগিয়ে দেন ডি মারিয়া। এর তিন মিনিট পরেই আসে সেই মুহূর্ত। ডি বক্সের বাইরে থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে বল জালে জড়ান ডি মারিয়া। এমন গোলে হতবাক ছিলেন মাঠে উপস্থিত সবাই।

১৮ মিনিটে ডি মারিয়া পূর্ণ করেন নিজের হ্যাটট্রিকও। শেষ পর্যন্ত আমাডোরার জালে ৭টি গোল দিয়েছে বেনফিকা। গোল পেয়েছে কারেম, আমদুনি। জোড়া গোল করেছেন কাবরাল।

সারাবাংলা/এফএম

ডি মারিয়া বাইসাইকেল কিক বেনফিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর