Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এক হালি’ গোল খেয়ে সিটির টানা ৫ হার

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪ ০৯:২৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১১:০০

টানা ৫ ম্যাচে হারল সিটি

টানা ৪ ম্যাচ হেরে আগে থেকেই ব্যাকফুটে ছিলেন টানা। ইতিহাদে টটেনহামের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে নিজেদের মাঠে আরও বড়ো লজ্জা পেল পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহামের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে টানা ৫ হারের তিক্ত স্বাদ পেল সিটিজেনরা।

ইতিহাদে এমন কিছু হবে, সেটা মনে হয় সিটি ভক্তরা দুঃস্বপ্নেও ভাবেননি। যে মাঠে গত দুই বছরে হারের মুখ দেখেনি সিটি, সেই মাঠেই বিশাল ব্যবধানে হেরেছে তাদের দল। ১৩ মিনিটেই টটেনহামকে এগিয়ে দেন জেমস ম্যাডিসন। ২০ মিনিটে ব্যবধান বাড়ান তিনিই। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পার্স।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ঘুরে তো দাঁড়াতেই পারেনি সিটি, উল্টো হজম করেছে আরও দুই গোল। ৫২ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন পেদ্রো পোরো। ৯৩ মিনিটে সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রেনান জনসন। ৪-০ গোলের বিশাল জয় নিয়েই বাড়ি ফিরেছেন টটেনহাম।

এই হারে ইতিহাদে ২০২২ সালের ১২ নভেম্বরের পর প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে সিটিজেনরা। এতে থেমেছে ঘরের মাঠে সিটির টানা ৫২ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডও। ইতিহাদে এটিই সিটির সবচেয়ে বড় পরাজয়। এর আগে ২০০৩ সালে মেইন রোড মাঠে আর্সেনালের কাছে এরকম বিশাল ব্যবধানে হেরেছিলেন তারা।

ইংলিশ ফুটবলের ৬৮ বছরের ইতিহাসে শিরোপাধারী প্রথম ক্লাব হিসেবে সব টুর্নামেন্ট মিলিয়ে ৫ ম্যাচে হারল সিটিজেনরা। সবশেষ এরকম লজ্জা পেয়েছি চেলসি, ১৯৫৬ সালে টানা পাঁচ ম্যাচ হেরেছিলেন তারা। সিটি সবশেষ টানা ৫ ম্যাচ হেরেছিল ২০০৬ সালে। সেবার সব মিলিয়ে টানা ৬ ম্যাচে হারতে হয়েছিল তারা।

বিজ্ঞাপন

নিজের কোচিং ক্যারিয়ারে এই প্রথম টানা পাঁচ ম্যাচে হারলেন গার্দিওলা। কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো নিজেদের মাঠে ৪ গোলে পরাজয় মানতে হয়েছে তাকে। কোচ হিসেবে টটেনহামের বিপক্ষে সর্বোচ্চ ৯ বার হারের মুখ দেখলেন পেপ।

এই হারে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেই রইল সিটিজেনরা।

সারাবাংলা/এফএম

টটেনহাম ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর