Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ওপেনারকে হারিয়ে দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ০৩:৫২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৩:৩০

৪১০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ

জাকির হাসান আর মাহমুদুল হাসান জয় মিলে শুরুটা করেছিলেন দেখেশুনে। নতুন ডিউক বলে সাবধানী শুরুতে কেমার রোচ-জেইডেন সিলসের করা প্রথম ছয় ওভারে তারা তোলেন মাত্র পাঁচ রান। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ক্যারিবিয়ান পেসারদের তোপে ২১ রানেই দুই ওপেনার ফেরেন ড্রেসিংরুমে। বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৪০, ৪১০ রানে পিছিয়ে থেকে শেষ করল দ্বিতীয় দিনের খেলা। অপরাজিত থেকে শাহাদাত হোসেন দীপুকে নিয়ে মাঠ ছেড়েছেন মুমিনুল হক। 

বিজ্ঞাপন

ইনিংসের দশম ওভারে চার বলের ব্যবধানে দুইটা বাউন্ডারি মারেন জাকির। সেই ওভারের শেষ ডেলিভারিটা জেইডেন সিলস করেন অফ স্টাম্পের বাইরে। তবে আড়াআড়ি ভেতরে ঢোকা এক্সট্রা বাউন্সের সেই বলটায় শেষ মুহূর্তে এডজাস্ট করতে গিয়ে গোলমাল পাকান জাকির। ব্যাটের নিচে লেগে বোল্ড হয়ে ৩২ বলে ১৫ রান করে থামেন বাঁহাতি এই ওপেনার। 

আরেক ওপেনার জয় উইকেট সময় কাটিয়েও সুবিধা করতে পারেননি। ফোর্থ স্টাম্প করিডোরের একেকটা বলে তাকে বেশ ভুগিয়েছেন ক্যারিবিয়ান পেসাররা। দারুণ সব সিমিং ডেলিভারি খেলতে গিয়ে শেষ মুহূর্তে সরেও এসেছেন।  

ইনিংসের নবম ওভারে আলজারি জোসেফের করা সেই একই লেংথের বলে খোঁচা মেরে ক্যাচ দেন জয়। কিন্তু গালিতে থাকা মিকাইল লুই মিস করার জীবন পান ডানহাতি এই ব্যাটার। যদিও ব্যক্তিগত পাঁচ রানে জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। মাঠ ছেড়েছেন আরো সাত বল খেলে কোনো রান যোগ না করেই। আলজারির বলেই স্লিপে ক্যাচ দেন অ্যালিক অ্যাথানজের হাতে। 

এর আগে জাস্টিন গ্রিভসের সেঞ্চুরি, লুইয়ের ৯৭ ও অ্যাথানজের ৯০ রানে ভর করে নয় উইকেটে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। হাসান মাহমুদ তিনটি, তাসকিন আহমেদ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর