Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল মেগা নিলাম : কবে, কোথায়, কখন

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৯:৩৮

২৪ ও ২৫ নভেম্বর হবে আইপিএলের মেগা নিলাম

আগামী বছরেরে ১৪ মার্চ শুরু হবে আইপিএলের ১৯-তম আসর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরকে সামনে রেখে আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী মেগা নিলাম। যেখানে সব মিলিয়ে মোট ৫৭৪ জন ক্রিকেটার বিক্রি হওয়ার অপেক্ষায় আছেন। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ২০৪ ক্রিকেটার।

এই মেগা নিলামের আগে অনেকেই ধরে রেখেছে পছন্দের ক্রিকেটারদের।কোনো দল আবার ছেড়ে দিয়েছে নামিদামি তারকাদের। দিল্লী ক্যাপিটালস ছেড়ে দিয়েছে রিশাভ পান্টকে, জস বাটলারকে ধরে রাখেনি রাজস্থান রয়্যালস। গত আসরের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্কও উঠবেন এবার নিলামের টেবিলে, কলকাতা নাইট রাইডার্স যেহেতু তাকে রিটেইন করেনি। কাজেই তাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাড়াকাড়ি হওয়ার সম্ভাবনাও প্রবল।  

বিজ্ঞাপন

২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হবে মেগা নিলাম। বাংলাদেশ সময়ানুযায়ী বিকেল ৩টা ৩০ মিনিট। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। 

এবারের মেগা নিলামের আগে সর্বোচ্চ ছয়জন করে ক্রিকেটার রিটেইনের সুযোগ পেয়েছে দলগুলো। রিটেনশন ও নিলাম মিলিয়ে সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জনের স্কোয়াড গড়তে পারবে একেকটা ফ্র্যাঞ্চাইজি। 

ভারতীয় ও বিদেশী ক্রিকেটার মিলিয়ে মেগা নিলামের জন্য নিবন্ধন করেন মোট ১৫৭৪ জন। যাচাই-বাছাইয়ের পর ৫৭৪ জনকে জায়গা দেয়া হয়েছে চূড়ান্ত তালিকায়। সংক্ষিপ্ত এ তালিকায় আছেন ১২ বাংলাদেশী ক্রিকেটারও। 

এবারের নিলামের জন্য প্রতিটি দলকে দেয়া হয় ১২০ কোটি রুপির বাজেট। তবে এর পুরোটা নিলামে ব্যবহার করতে পারবেন না ফ্র্যাঞ্চাইজিগুলো, কারণ ইতোমধ্যে রিটেনশনের মাধ্যমে মোট ৪৬ ক্রিকেটারকে ধরে রেখেছে দশটি দল। 

বিজ্ঞাপন

রিটেনশনের পর সবচেয়ে বেশি ১১০.৫ কোটি রুপি আছে পাঞ্জাব কিংসের হাতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ৮৩ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালসের ৭৩ কোটি, গুজরাট টাইটান্সের ৬৯ কোটি, লখনৌ সুপার জায়ান্টসের ৬৯ কোটি, চেন্নাই সুপার কিংসের ৫৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স ৫১ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্সের ৪৫ কোটি, সানরাইজার্স হায়দরাবাদের ৪৫ এবং সবচেয়ে কম ৪১ কোটি রুপি রয়েছে রাজস্থান রয়্যালসের হাতে।

সারাবাংলা/জেটি

আইপিএল আইপিএল নিলাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর