১ দিন বাড়িয়েও কপ২৯ সম্মেলনে ব্যর্থতার সুর
২৩ নভেম্বর ২০২৪ ১৯:৩২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০২:৩০
বাকু (আজারবাইজান) থেকে ফিরে: এবারের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন যে ব্যর্থ হতে চলেছে তা শুরু থেকেই আলোচনায় ছিল। তবুও কপ২৯ প্রেসিডেন্ট সর্বোচ্চ চেষ্টা করে গেছেন সম্মেলনের সফলতা নিয়ে আসতে। নির্ধারিত ২২ নভেম্বরের মধ্যে বলার মতো কোনো সফলতা আসেনি। ওইদিন কপের সমাপনী দিন ছিল। এরপরও প্রেসিডেন্ট সফলতার লড়াই করে চলেছেন। বৈঠক করছেন সব দেশের কুটনীতিকদের সাথে। সম্মেলন এক দিন বাড়ানো হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বাকুর অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলন কেন্দ্রের প্রতিনিধিত্বকারি বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে কথা বলে জানা যায়, সম্মেলন ১ দিন বাড়ানো হয়েছে। এখনো সফলতার কোনরকম আলামত পাওয়া যায়নি। তবে কপ প্রেসিডেন্ট শেষ চেষ্টা করে যাচ্ছেন। আজ শেষ দিন। সফলতা ব্যর্থতা নিয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় একটি ব্রিফিং রয়েছে। সেখানে সবকিছু পরিস্কার হয়ে যাবে।
অংশীজনরা আরও বলেন, এরইমধ্যে বিভিন্ন দেশের কর্মকর্তা ও কর্মচারীরা চলে গেছেন। বাংলাদেশের প্রতিনিধিদলও চলে গেছেন আজ। তারপরও দেখা যাক বাকু সম্মেলন থেকে কিছু মেলে কিনা।
সম্মেলন থেকে কোনো সফলতা না আসলেও কপ২৯ আয়োজনে এক ধরণের সফলতা রয়েছে। এটা বাকুর নিজস্ব সফলতা। এছাড়া লজিস্টিক, নিরাপত্তা, ও শৃঙ্খলতাতেও রয়েছে বড় ধরণের সফলতা।
সারাবাংলা/ইউজে/এইচআই