Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মনসুরুল হাসানের মৃত্যুতে দেশ একজন ইসলামী পণ্ডিত হারাল’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৫:২৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০২:২৮

ঢাকা: ১২ দলীয় জোটের নেতা ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর মৃত্যুতে দেশ একজন ইসলামী পণ্ডিত হারাল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দ্বীনি আলেম আল্লামা মনসুরুল হাসান গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। একজন প্রসিদ্ধ ইসলামী পণ্ডিত হিসেবে তিনি সর্বজন শ্রদ্ধেয়। ন্যায় ও ইনসাফের পক্ষে সব সময় তিনি সোচ্চার ছিলেন।’

‘আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে দেশ একজন গুণী আলেমকে হারাল। এ শূণ্যতা সহজে পূরণ হবার নয়’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর বিদেহী আত্মার মাহফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির মহাসচিব।

শুক্রবার (২২ নভেম্বর) রাত ১১টায় মৌলভী বাজারের নিজ বাড়িতে ইন্তেকাল করেন শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর।

সারাবাংলা/এজেড/ইআ

ইসলামী পণ্ডিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর