Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতের আধাঁরে মসজিদ গুড়িঁয়ে দেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৪:৩৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৪:৪১

বাগেরহাটে রাতের আধাঁরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি মসজিদ

বাগেরহাট: জেলার সদর উপজেলার বেশরগাতী গ্রামে একটি মসজিদ রাতের আধাঁরে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা এই কাজটি করে।

জানা গেছে, মসজিদের ওই জমি নিয়ে দু পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। তবে স্থানীয়দের দাবি জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে একটি মসজিদ ভেঙ্গে ফেলা ঠিক হয়নি। দীর্ঘ ৭ বছর ধরে ওই মসজিদটিতে স্থানীয়রা নামাজ আদায় করেছেন বলে জানান মসজিদের প্রতিষ্ঠাতা মাষ্টার হাফিজুর রহমান।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন,সেনাবাহিনী এবং বাগেরহাট ইমাম পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাগেরহাট ইমাম পরিষদের সভাপতি মাও রুহুল আমিন ও সেক্রেটারী মোহাম্মাদ উল্লাহ আরেফি এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান,মসজিদ ভাঙ্গার ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

বাগেরহাট মসজিদ ভাঙচুর

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর