Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম বিশ্বযুদ্ধের সাবমেরিন উদ্ধার!


২১ ডিসেম্বর ২০১৭ ১৫:০০

সারাবাংলা ডেস্ক

১০৩ বছর খোঁজার পর প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত অস্ট্রেলিয়ার প্রথম সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সাবমেরিনটির নাম ‘এইচএমএএস এই-১’। এটি বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া যৌথবাহিনীর প্রথম সাবমেরিন। এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি।

১৯১৪ সালে পাপুয়া নিউগিনি’র রাবাউল থেকে ৩৫ জন অস্ট্রেলিয়ান ও ব্রিটিশ ক্রুসহ ‘এইচএমএএস এই-১’ নিখোঁজ হয়।

সাবমেরিনটি খোঁজার ১৩ নম্বর সার্চ টিম পাপুয়া নিউগিনির ডিউক অব ইয়র্ক দ্বীপের কাছে সাবমেরিনটির সন্ধান পায়। দেশটির সরকার জানিয়েছেন, এই উদ্ধারের ফলে দেশের নৌযান সংক্রান্ত সবচেয়ে পুরনো রহস্যের সমাধান হয়েছে।

বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী ম্যারাইস পেইন বলেন, ‘অস্ট্রেলিয়ার নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ধার এটি।’

ম্যারাইস পেইন আরও বলেন, ‘সমুদ্রের নিচে অনুসন্ধান চালাতে সার্চ টিম ড্রোন ব্যবহার করে। ড্রনটি সমুদ্রের তলদেশে ৪০মিটার (১৩১ ফুট) গভীরে অনুসন্ধান চালায়। অবশেষে ৩০০ মিটারের বেশি গভীর পানিতে সাবমেরিনটির সন্ধান মিলে।’

সারাবাংলা/এমএইচটি/আইজেকে

অস্ট্রেলিয়া সাবমেরিন

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর