Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিশ্বাস্য বুমরাহতে ১০৪ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪ ১০:২১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৯:৪৪

বুমরাহ

পার্থে সিরিজের প্রথম দিনেই পড়েছিল ১৭ উইকেট। ভারত-অস্ট্রেলিয়া দুই দলের পেসারদের দাপটে দিশেহারা ছিল ব্যাটাররা। প্রথম দিনে ভারতের ১৫০ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছিল অজিরা। দ্বিতীয় দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে ১০০ এর নিচে অলআউটের শঙ্কা জেগেছিল তাদের। তবে শেষ উইকেটে স্টার্ক-হ্যাজলউডের প্রতিরোধে লাঞ্চের ঠিক আগে ১০৪ রানে থেমেছে অজিদের ইনিংস। জাসপ্রীত বুমরাহর ফাইফারের সুবাদে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেয়েছে ভারত।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনের শুরুতেই আঘাত হানেন বুমরাহ। অ্যালেক্স ক্যারিকে ২১ রানে ফিরিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১১তম ফাইফার। ৫ রান করা লায়নকে ফিরিয়ে অজিদের ৯ম উইকেটের পতন ঘটান রানা। ৭৯ রানে ৯ উইকেট হারিয়ে তখন দিশেহারা অস্ট্রেলিয়া।

শেষ উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন স্টার্ক-হ্যাজলউড জুটি। ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে এই জুটি ব্যাটিং করেছেন দীর্ঘ সময়। স্টার্কের ১১২ বলে ২৬ রানের লড়াকু এক ইনিংসের সুবাদে ১০০ পেরোয় অজিদের ইনিংস। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন হ্যাজলউড। লাঞ্চের ঠিক আগের ওভারে স্টার্ককে ফিরিয়ে ভারতকে স্বস্তি এনে দেন রানা।

অস্ট্রেলিয়া ১০৪ রানে গুটিয়ে গেলে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পায় ভারত। ২০০০ সালের পর দেশের মাটিতে এটি অজিদের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর।

সারাবাংলা/এফএম

জাসপ্রীত বুমরাহ ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর