মাদকের টাকার জন্য মা’কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৯:৩৬
কক্সবাজার: শহরে মাদকের টাকা দিতে না পারায় মা’কে কুপিয়ে হত্যা করেছে নিজ সন্তান। পরে নিজেই পুলিশের হাতে ধরা দিয়েছে হত্যাকারী।
শুক্রবার (২২ নভেম্বর) কক্সবাজারের পশ্চিম বড়ুয়া পাড়ার ৬ নং ওয়ার্ডে দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।
নিজ সন্তানের হাতে খুন হওয়া নারী হলেন আনোয়ার বেগম মেরী (৫৫)। হত্যাকারী যুবকের নাম হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। তিনি ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে।
স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে যাওয়া সদর থানার এস আই সৌরভের দেওয়া তথ্যে জানা যায়, আবিদ প্রায়ই মাদেকর টাকার জন্য তার মা’কে অত্যাচার করত। ঘটনার দিন রাতে নিজের মা’কে নৃশংসভাবে হত্যা করে সে। হত্যাকান্ডের সময় তাদের একমাত্র ছেলে আবিদ ও তার মা’ই ছিলেন ঘরে। সে সময় আবিদের বাবা নিয়াজ আহমেদ চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায় ছিলেন।
হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পরে পুলিশ এসে আবিদের মায়ের মরদেহ উদ্ধার করে।
নিহত নারীর মুখ,মাথা ও হাতে কুপের জখম রয়েছে।
সদর থানার ওসি ইলিয়াস খান জানান, ‘শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন আটক রয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।’
সারাবাংলা/এসডব্লিউ