মিরাজের প্রায়শ্চিত্ত, লুইয়ের সেঞ্চুরি মিসের আক্ষেপ
২৩ নভেম্বর ২০২৪ ০২:৫৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৯:৪৪
অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসের ৬৫-তম ওভার। তাইজুল ইসলামের ফুল লেংথের বলে কাট করতে গেলেন মিকাইল লুই। প্রথম স্লিপে থাকা অধিনায়ক মিরাজের বুক বরাবর উড়ে গেল বল লুইয়ের ব্যাট ছুঁয়ে। তুলনামূলক সহজ সেই ক্যাচ ধরতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৯০ রানে জীবন পান লুই, বাঁচিয়ে রাখেন প্রথম টেস্ট সেঞ্চুরির আশা।
তবে ৭৫-তম ওভারে বোলিংয়ে এসে সেই ক্যাচ মিসের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন মিরাজ। ৯৭ রানে অপরাজিত থাকা লুইকে তখন পেয়ে বসেছে সেঞ্চুরির নেশায়। এক ওভার আগে তাসকিন আহমেদের চেপে ধরা বোলিংয়ে ডট দেয়াতেও চাপে পড়ে যান এই ডানহাতি ওপেনার। সেঞ্চুরির চাপ থেকে মুক্ত হতেই কিনা মিরাজকে উড়িয়ে মারতে গেলেন উইকেট ছেড়ে বেরিয়ে এসে।
লফটেড সেই শট ঠিকমতো বলে লাগেনি। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে থাকা শাহাদাত দীপুর হাতে। ২১৮ বলে ৯৭ রান করেন লুই। মাঠ ছাড়েন তিন রানের আক্ষেপ নিয়ে।
সারাবাংলা/জেটি
বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর মেহেদী হাসান মিরাজ