বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ বাবুকে থাইল্যান্ডে নেওয়া হচ্ছে শনিবার
২২ নভেম্বর ২০২৪ ২৩:৪০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৯:৫৬
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ বাবুকে শনিবার (২৩ নভেম্বর) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হবে। এ দিন বেলা ১১টার দিকে তাকে নিয়ে ব্যাংকক যাবে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
শুক্রবার (২২ নভেম্বর) স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদ বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আমরা বাবুকে দ্রুত বিদেশে নেওয়ার ব্যবস্থা করেছি। আজ তার টিকিট পাওয়া গেছে। আগামীকাল বেলা ১১ টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তাকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়া হচ্ছে বাবুকে।’
তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হলে তিনি দ্রুত বাবুকে থাইল্যান্ডে নেওয়ার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার চিকিৎসায় এক কোটি টাকা খরচ হবে। তবে তা আরও বাড়তে পারে।
বাবুর সঙ্গে থাইল্যান্ড যাচ্ছেন তার বোন সুবর্ণা। তিনি বলেন, ‘আমার ভাইয়ের চিকিৎসায় সরকার খুব আন্তরিক। আমরা চিন্তাও করতে পারি নাই বাবুকে চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হবে।’ এ জন্য তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
স্বজনরা জানায়, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে ৩৬ বছর বয়সী মোহাম্মদ বাবু। তিনি কাজ করতেন নয়াপল্টনের ছাপাখানায়। ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর পর তিনি জড়িয়ে পড়েন বৈষম্যবিরোধী আন্দোলনে। শনির আখড়ায় বাসা হওয়ায় এ এলাকায় প্রতিদিন আন্দোলনে যোগ দিতেন বাবু। গত ২০ জুলাই সকালের দিকে আন্দোলনে যোগ দেন বাবু। সেখানেই গুলিবিদ্ধ হন বাবু। গুলি বাবুর পেটের নিচের অংশ দিয়ে ঢুকে কোমরের পিছন দিয়ে বের হয়ে যায়। গুলি ছিন্নভিন্ন করে বাবুর খাদ্যনালী, মুত্রথলি, কোমরের হাড়।
মুগদা মেডিকেল কলেজের চিকিৎসকরা তার পেটে দুবার অপারেশন করেন। তার খাদ্যনালীর অনেকাংশ কেটে ফেলতে হয়। বাকি অংশ পেটে ফুটো করে আলাদা করে মলত্যাগের রাস্তা বানানো হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না। পরে সেপ্টেম্বর মাসে তাকে বিএমএমইউ-তে স্থানান্তরিত করা হয়।
সেখানে চিকিৎসায় কিছু উন্নতি হলেও একদিন খাদ্যনালী নতুন করে বানানো মলত্যাগের রাস্তা দিয়ে বেরিয়ে আসে। ফলে অবস্থা খারাপ হয় বাবুর। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় তাকে দেশের বাইরে পাঠানোর। ১৫ দিন আগে থাইল্যান্ডের চিকিৎসক এসে বাবুর অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তারা তাকে থাইল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে, গত ২০ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ গুরুতর আহত মোহাম্মদ মুরাদ ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। তারও আগে গত ১৭ নভেম্বর গুলিবিদ্ধ কাজল মিয়াকে থাইল্যান্ডে নেওয়া হয়েছে।
সারাবাংলা/এসবি/পিটিএম
গুলিবিদ্ধ টপ নিউজ থাইল্যান্ড বৈষম্যবিরোধী আন্দোলন মোহাম্মদ বাবু