‘ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে রাজনীতি করে বিএনপি’
২২ নভেম্বর ২০২৪ ২০:১২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ২৩:৩৯
খুলনা: কেন্দ্রীয় বিএনপি’র তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে বিএনপি রাজনীতি করে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন, এদেশের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করবে। একারণে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। বিগত সরকার গত ১৬ বছরে এদেশে মানুষের বাক-স্বাধীনতা হরণ করে ভোটের নামে দিনের ভোট রাতে নিয়েছিল। একারণে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সর্বত্র গণতন্ত্রের বাতাস এবং ধানের শীষের সুবাতাস প্রবাহিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ এদেশের নিরীহ বিএনপি নেতাকর্মীকে নৃশংস নির্যাতন, অত্যাচার, জুলুম এবং মিথ্যা মামলায় গ্রেফতার করেছিল। তারপরও দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের সাথে আপোষ করেননি। আওয়ামী লীগ এখন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল হিসাবে জনগণের কাছে পরিচিতি লাভ করেছে।’ বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে শহিদ জিয়ার সূর্য সৈনিকদের প্রস্তুত থাকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের তিনি আহ্বান জানান।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলা শাখার সাবেক যুগ্ন আহ্বায়ক আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, শেখ আ. রশিদ, এনামুল হক সজল, প্রমুখ।
সারাবাংলা/এইচআই