‘অত্যাচার-নির্যাতনেও বিএনপি দেশ ছেড়ে পালায় না’
২২ নভেম্বর ২০২৪ ১৯:৪০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ২১:৩৫
দিনাজপুর: বিএনপি জনগণের দল, পালিয়ে যাওয়া মানুষের দল না। বিএনপি বীরের দল, অত্যাচার-নির্যাতনের পরও দেশ ছেড়ে পালিয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা হলরুমে আন্দোলনে আহত নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগে উন্নয়ন হয়েছে একটি দল করে তাদের, বিএনপি জনগণের দল আমরা বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
জাহিদ হোসেন বলেন, বিএনপি পরিবার নির্যাতিত হয়ে একটি পর্যায় এসেছে এখনও আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়নি। আন্দোলন চলমান আছে জনগণের অধিকার জনগণের কাছে ফেরত না দেওয়া পর্যন্ত এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক মো. আকরাম হোসেন মন্ডল, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হক।
মতবিনিময় শেষে আহত নেতাকর্মীদের মাঝে আর্থিক অনুদান দেন প্রধান অতিথি ডা. এজেডএম জাহিদ হোসেন।
সারাবাংলা/এসআর