মার্কিন ঘুষ ও জালিয়াতি মামলায় বিপাকে আদানি
২২ নভেম্বর ২০২৪ ১৮:৪০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ২১:৩৬
ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন প্রসিকিউটররা ঘুষ ও জালিয়াতির গুরুতর অভিযোগ এনেছেন। অভিযোগে বলা হয়েছে, আদানি এবং তার ভাইপো সাগর আদানি-সহ সাতজন ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প পেতে ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দিয়েছেন।
এই প্রকল্প থেকে ২০ বছরের মধ্যে ২০০ কোটি ডলারের বেশি লাভ করার পরিকল্পনা ছিল আদানি গ্রুপের। অভিযোগে আরও বলা হয়, এই ঘুষের বিষয়টি গোপন করে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন বলে দাবি মার্কিন প্রসিকিউটরদের।
আদানি গ্রুপের প্রতিক্রিয়া
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদানি গ্রুপ এক বিবৃতিতে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং নিজেদের আইন রক্ষাকারী কোম্পানি হিসেবে বর্ণনা করেছে।
প্রত্যর্পণ প্রক্রিয়ার চ্যালেঞ্জ
আদানিকে বিচারের মুখোমুখি করতে হলে যুক্তরাষ্ট্রকে ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তার প্রত্যর্পণ চেয়ে আবেদন করতে হবে। তবে এর জন্য ভারতের আদালতের অনুমোদন লাগবে। আদালত বিবেচনা করবে, আদানির বিরুদ্ধে আনা অভিযোগ ভারতে অপরাধ হিসেবে গণ্য হয় কিনা এবং অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা।
আদানি নিজে এই প্রত্যর্পণের বিরুদ্ধে লড়তে পারেন এবং এই প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগতে পারে।
বিচারের সম্ভাব্য ফলাফল
যদি আদানিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় বা তিনি আত্মসমর্পণ করেন, তবে তার বিচার শুরু হতে অনেক সময় লাগতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তিনি কয়েক দশকের কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন, সঙ্গে আর্থিক জরিমানাও হতে পারে।
তবে অভিযোগ প্রমাণ করতে মার্কিন প্রসিকিউটরদের যথেষ্ট তথ্যপ্রমাণ সরবরাহ করতে হবে। আদানি তার আইনজীবীদের মাধ্যমে অভিযোগ খারিজের চেষ্টা করতে পারেন, কিংবা দোষ স্বীকার করে শাস্তি কমানোর আবেদন জানাতে পারেন।
আদানিকে অভিযুক্ত করতে হলে ১২ জনের একটি জুরিকে সর্বসম্মতিক্রমে ভোট দিতে হবে৷ এছাড়া আদানি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
সারাবাংলা/এনজে