একদিনে ১৭ উইকেট, পার্থে বোলারদের তাণ্ডব
২২ নভেম্বর ২০২৪ ১৬:১২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৭:৫০
পার্থের সবুজ পিচে বোলাররা বাড়তি সুবিধা পাবেন, সেটা অনুমান করা যাচ্ছিল টসের আগেই। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দিনেই এমন কিছু হবে, সেটা হয়তো ভারত-অস্ট্রেলিয়া দুই দলের কেউই ভাবেননি! সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে দুই দলের বোলারদের দাপটে পড়েছে ১৭ উইকেট! প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে দিনশেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তুলে রীতিমত ধুঁকছে অস্ট্রেলিয়া।
সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক জাসপ্রীত বুমরাহ। সেই সিদ্ধান্তটা একেবারেই ভারতের পক্ষে যায়নি। ভারতের ইনিংস স্থায়ী হয়নি ৫০ ওভারও। তৃতীয় ওভারের মাথায় প্রথম আঘাত হানেন মিচেল স্টার্ক। ইয়াসাভি জসওয়াল ফিরেছেন রানের খাতা না খুলেই। সেই শুরু, ভারতের ইনিংস আর থিতু হতে পারেনি।
ভারতের ইনিংস দুই অংক ছুঁয়েছেন মাত্র ৪ ব্যাটার। অন্যরা ফিরলেও টপ অর্ডারে লোকেশ রাহুল একাই লড়াই চালিয়ে গিয়েছেন। রাহুলের ২৬ রানের ইনিংস শেষ হয় তৃতীয় আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে। বাজে ফর্মে থাকা কোহলি আজও ছিলেন বিবর্ণ, ফিরেছেন মাত্র ৫ রানে।
রিশাভ পান্ট স্বভাবসুলভ ব্যাটিংটা আজ করতে পারেননি। ধীরগতির ব্যাটিংয়ে দলের স্কোর কিছুটা এগিয়ে নিয়েছেন তিনি। ৩৭ রান করা পান্টকে আউট করে ভারতের সবশেষ ভরসাকেও প্যাভিলিয়নে ফেরান কামিন্স। তবে দলের লেজকে নিয়ে দারুণ লড়াই উপহার দিয়েছেন অভিষেক হওয়া নিতিশ রেডি। ৬ চার ও ১ ছয়ে সাজানো ৫৯ বলে ৪১ রানের সাহসী এক ইনিংসের সুবাদেই ভারতের স্কোর ছুঁয়েছে ১৫০।
শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ১৫০ রানেই গুটিয়ে যায় ভারত। জস হ্যাজলউড নিয়েছেন ২৯ রানে ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন স্টার্ক, মার্শ ও কামিন্স।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে আরও বাজে। বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে লণ্ডভণ্ড অজি ব্যাটিং লাইনআপ। তৃতীয় ওভারে অভিষেক হওয়া ম্যাকসোয়েনিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে শুরুটা করেন বুমরাহই। এরপর একে একে তিনি তুলে নেন আরও ৩ উইকেট। সপ্তম ওভারে পরপর দুই বলে বুমরাহ ফিরিয়েছেন খাজা ও স্মিথকে।
বুমরাহর সাথে দারুণ বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ ও হারসিত রানা। এই তিন পেসারের বোলিং তোপেই ৬০ রানের মাঝেই ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত তিন অংক ছুঁয়েছেন মাত্র তিন অজি ব্যাটার। দলীয় সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত আছেন অ্যালেক্স ক্যারি।
প্রথম দিনের খেলা শেষে অজিদের সংগ্রহ ৭ উইকেটে ৬৭ রান। বুমরাহ ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট। সিরাজ নিয়েছেন ২ উইকেট, রানা পেয়েছেন একটি। দিন শেষে এখনো প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৮৩ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।
দুই ইনিংস মিলিয়ে পার্থে আজ পড়েছে মোট ১৭ উইকেট। সবশেষ পার্থে একদিনে ১৭ উইকেট পড়েছিল ১৯৫২ সালে।
সারাবাংলা/এফএম