Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ নভেম্বর ঢাকায় ‘সংহতি সমাবেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৮:২৬

সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা।

ঢাকা: আগামী ২৫ নভেম্বর দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ণের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানিয়েছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান আয়োজক সংগঠনের নেতারা।

লিখিত বক্তব্যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনেরর ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত চার বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছি। একই দাবিতে আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করা হবে।

তিনি আরও বলেন, এখনো আমরা সমাবেশ করার জন্য ডিএমপি থেকে অনুমতি পাইনি। তবে আশা করি আজ-কালের মধ্যে পেয়ে যাবো।

মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি, এই আইন প্রণয়নের মাধ্যমে উপজেলা পর্যায়ে গণশুনানির ব্যবস্থা থাকবে। যার মাধ্যমে দেশের কালো টাকা উদ্ধার করার বিশেষ ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য নাঈম চৌধুরী, খোন্দকার জসিম উদ্দিন, মো. বেলাল হোসেন, মেহেদী হাসানসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনআর/এসআর

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংহতি সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর