Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদানি গ্রুপের নতুন সংকট

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৭:৫১

আদানি প্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি। ছবি: অনলাইন

ভারতের ধনকুবের গৌতম আদানি নতুন করে সমস্যার সম্মুখীন হয়েছেন। কেনিয়া ও অস্ট্রেলিয়ায় তার কোম্পানির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।

কেনিয়ায় চুক্তি বাতিল

বৃহস্পতিবার (২১ নভেম্বর) কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো জাতির উদ্দেশে দেয়া ভাষণে আদানি গ্রুপের সঙ্গে করা দুটি বড় চুক্তি বাতিল করেছেন। একটি ছিল ১৮৫ কোটি ডলারের বিমানবন্দর উন্নয়ন প্রকল্প এবং অন্যটি ছিল ৭৩ কোটি ডলারের বিদ্যুৎ সরবরাহ প্রকল্প।

রুতো জানান, নতুন তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দুর্নীতি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।

কেনিয়ার জনগণ এবং সংসদ সদস্যরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আগে থেকেই চুক্তি নিয়ে দুর্নীতির আশঙ্কা করছিলেন অনেকে।

অস্ট্রেলিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আদানি গ্রুপের কয়লা খনিতে আদিবাসী সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। নাগানা ইয়ারবাইন নামে একটি আদিবাসী সংগঠন আদালতে অভিযোগ দায়ের করেছে।

তাদের দাবি, আদানি গ্রুপের কর্মীরা বহু বছর ধরে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। তারা বিষয়টি নিয়ে বারবার নোটিস পাঠালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রসঙ্গত, গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একটি মামলায় ২৫ কোটি ডলার ঘুষ লেনদেন এবং বিনিয়োগকারীদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

যদিও আদানি গ্রুপ এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে এই ঘটনাগুলো আদানির ব্যবসায়িক সাম্রাজ্যের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

সারাবাংলা/এনজে

অস্ট্রেলিয়া আদানি গ্রুপ কেনিয়া গৌতম আদানি চুক্তি বাতিল মানবাধিকার লঙ্ঘন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর