নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৭:৫১
ঢাকা: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন (ইসি) আগামী রোববার (২৪ নভেম্বর) শপথ নেবে। এর মধ্য দিয়ে এক মাস ২০ দিন পর ফের নির্বাচন কমিশন পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে নতুন ইসির শপথের তথ্য জানান সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।
তার দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনারকে (ইসি) শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সিইসি আর চার নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতির নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন পেয়েছেন সিইসির দায়িত্ব। ইসি হিসেবে আরও নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সার্চ কমিটির কাছে বিএনপি সিইসি হিসেবে যে দুজনের নাম প্রস্তাব করেছিল তার মধ্যে এ এম এম নাসির উদ্দীনের নাম ছিল। তার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকছে।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর এক মাসের মাথায় পদত্যা করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর থেকে কোনো নির্বাচন কমিশনার ছাড়াই চলছিল ইসি সচিবালয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রায় তিন মাস পর গত ৩১ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের সন্ধান করতে আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের জন্য ১০ জনের নাম প্রস্তাব করতে বলা হয়।
গঠনের পর সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসহ সব শ্রেণিপেশার মানুষের কাছে সিইসি ও ইসি হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম আহ্বান করে। গত ৭ নভেম্বর ছিল এই নাম জমা দেওয়ার শেষ দিন। নাম পাওয়ার পর নিজেরা বৈঠক করে সেখান থেকে যাচাই-বাছাইয়ের পর সার্চ কমিটি ১০ জনের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেয়। সেখান থেকেই নতুন ইসি গঠন করে দিলেন রাষ্ট্রপতি।
সারাবাংলা/টিআর