Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ১২:০২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১২:০৪

ঊদ্ধার হওয়া ইয়াবার পোটলা

খুলনা: জেলায় ইয়াবাসহ উজ্জ্বল শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগরীর লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে উজ্জ্বল শেখ।

খুলনার লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, জিসান পরিবহনে করে ঢাকা থেকে খুলনায় আসেন উজ্জ্বল। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করেন।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পোটলা বের করে দেন তিনি। ওই পোটলা থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়।

লবণচরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ বৈদ্য জানান, ‘হাসপাতালে নেওয়ার পর উজ্জ্বলের এক্স-রে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পোটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ১৯টি পোটলা বের করা হয়। আরও কয়েকটি পোটলা রয়েছে। এগুলো বের করার পর গণনা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

ইয়াবা উদ্ধার খুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর