Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজে ‘নতুন’ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মিশন

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৭:৫১

ট্রফি হাতে দুই অধিনায়ক

ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশের পর আফগানিস্থানের বিপক্ষে সিরিজ হার। দুঃসময় যেন বাংলাদেশ দলের পিছুই ছাড়ছে না। এসবের মাঝেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলতে ক্যারিবিয়ান অঞ্চলে পা রেখছে বাংলাদেশ দল। আজ অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সাকিব-মুশফিকদের ছাড়া ‘নতুন’ বাংলাদেশ কি পারবে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে?

বিজ্ঞাপন

পরিসংখ্যান 

সাদা পোশাকে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজই। ২০ ম্যাচের মাঝে ১৪টিতেই জিতেছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশের জয় মাত্র ৪টি, ড্র হয়েছে বাকি ২ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও পরিসংখ্যানে এগিয়ে আছে স্বাগতিকরা। এখানে হওয়া ১০ টেস্টের ৭টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের জয় ২টিতে, ড্র একটিতে। অ্যান্টিগায় আগেও দুইবার মুখোমুখি হয়েছে দুই দল। দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সবশেষ দেখায় বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

পিচ ও কন্ডিশন

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের পিচ বরাবরই বাড়তি সুবিধা দেয় পেসারদের। দুই দলের পেসাররাই তাই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মূল ভূমিকা রাখবেন। ম্যাচের ৫ দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকালে তাই পেসাররা হয়ে উঠতে পারেন আরও ভয়ংকর।

দলের খবর

সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলে লেগেছে ইনজুরির ধাক্কা। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে থাকছেন না সাকিব আল হাসানও। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তাই খানিকটা তারুণ্যনির্ভর দল নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

শান্তর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ। সুস্থ হয়ে একাদশে ফিরবেন লিটন দাস। বাংলাদেশ একাদশ সাজাতে পারে দুই পেসার ও দুই স্পিনারের সমন্বয়ে।

ওয়েস্ট ইন্ডিজে একাদশে অনুমেয়ভাবেই থাকবে পেসারদের দাপট। আলজারি জোসেফ, শামার জোসেফের সাথে পেস আক্রমণে থাকছেন জেডেন সেলস। জোমেল ওরিকান একমাত্র স্পিনার হিসাবে একাদশে থাকতে পারেন। দলকে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রাথওয়েট।

বিজ্ঞাপন

মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে চান মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। আজ নিজের ৫০তম টেস্ট খেলতে নামছেন এই অলরাউন্ডার। ম্যাচের আগে মিরাজ জানিয়েছেন, ৫০তম ম্যাচটা স্মরণীয় করে রাখতে চান তিনি, ‘৫০তম টেস্ট খেলতে পারব, এটায় অনেক ভালো লাগছে। এটা আমার জন্য বড় একটা পাওয়া। দেশের জন্য ৫০ টেস্ট খেলতে পেরে গর্বিত। এটা যেন স্মরণীয় করে রাখতে পারি সেই চেষ্টাই থাকবে। আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। আমরা সবশেষে এখানে যেবার এসেছিলাম ভালো খেলতে পারিনি। অনেক বছরে এখানে একটি ম্যাচও জিততে পারিনি। এবার লক্ষ্য থাকবে জয়ের জন্য নামা ও ভালো পারফর্ম করা।’

সম্ভাব্য একাদশ 

বাংলাদেশ– মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ– ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), মিকলি লুইস, কেসি কার্টি, অ্যালিক আথানজে, কেভাম হজ, জাস্টিন গ্রেভ , জসুয়া ডি সিলভা, আলজারি জোসে, জোমেল ওরিকান, জেডেন সেলস, শামার জোসেফ।

 

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর