দুর্দান্ত বোলিংয়েও দলকে জেতাতে পারলেন না সাকিব
২২ নভেম্বর ২০২৪ ০৯:৫২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৫:১৬
আবুধাবি টি-১০ টুর্নামেন্টে বাংলা টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। অধিনায়ক হিসেবে শুরুটা অবশ্য ভালো হলো না সাকিব আল হাসানের। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেও দলকে জেতাতে পারেননি তিনি। নিজেদের প্রথম ম্যাচে স্যাম আর্মির কাছে ৬ উইকেটে হেরেছে সাকিবের বাংলা টাইগার্স।
টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল সাকিবের দল। হজরতউল্লাহ জাজাইয়ের ২৬ বলে ৩৫ ও দাসুন শানাকার ২৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১০ ওভারে ১০৬ রান তোলে সাকিবের বাংলা টাইগার্স।
এই স্কোর ডিফেন্ড করতে নেমে বল হাতে দারুণ ঝলক দেখিয়েছেন সাকিব। চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন সাকিব। ওভারের তৃতীয় বলেই ফেরান ফাফ ডু প্লেসিকে। লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ডু প্লেসি। নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে সাকিব তুলে নেন দ্বিতীয় উইকেট। ৭ রান করা রোহান মুস্তফা স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
২ ওভার বল করে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন সাকিব। উইকেট নেওয়ার পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে আন্দ্রিস গাউসকে রান আউটও করেছেন সাকিব। তবে সাকিবের এই নৈপুণ্য শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেনি।
৩ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্যাম আর্মি।
সারাবাংলা/এফএম