আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক প্রক্টর কারাগারে
২১ নভেম্বর ২০২৪ ২২:৪৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৩:৪৯
রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বিচারক দেবী রানী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বিকেল পাঁচটার দিকে তাকে রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ তোলা হয়। পরে বাদী ও আসামিপক্ষে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী রোকনুজ্জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে নতুন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়নি। আমরা আসামির জামিন আবেদনের বিরোধিতা করেছি।
তবে আসামিপক্ষের আইনজীবী জাহিদুল মাহমুদ বলেন, শরিফুল ইসলামকে আইনবহির্ভূতভাবে গ্রেফতার করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় জড়ানো হয়েছে। আমরা আদালতকে এটা জানিয়েছি।
এর আগে গত সোমবার দিবাগত রাতে শরিফুল ইসলামকে রংপুরের আলমনগরের বাসা থেকে আটক করে পিবিআই রংপুর কার্যালয়ের একটি দল। মঙ্গলবার বিকেল চারটার দিকে শরিফুল ইসলামকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। ১৮ আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। এই মামলায় সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।
সারাবাংলা/এসআর
আবু সাঈদ হত্যা ছাত্র আন্দোলন বেরোবি রংপুর সাবেক প্রক্টর কারাগারে