Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৮

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৪ ২০:১৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ২৩:২৬

ছবি: সংগৃহীত

গাজার উত্তরাংশের আবাসিক এলাকায় ইসরায়েলের দুইটি বিমান হামলায় কমপক্ষে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে হামলাগুলো চালানো হয়। হামলার স্থানে সাধারণ নাগরিক এবং হাসপাতালের কর্মীরা আহত ও মৃতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সাহায্যের কাজ করতেন। কারণ ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের জরুরি সহায়তা অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।

এনাডোলু সংবাদমাধ্যমের তথ্যসূত্র মতে , কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি আবাসিক এলাকায় হামলায় কমপক্ষে ৬৬ জন ফিলিস্তিনি নিহত হন, যার মধ্যে নারী ও শিশু রয়েছেন।

সূত্রটি আরও জানায়, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সহায়তা দলগুলো ধ্বংস করার পর, সেখানকার আহত ও মৃতদের হাসপাতালে নেওয়ার জন্য সাধারণ মানুষই সাহায্য করেন। কামাল আদওয়ান হাসপাতালের চিকিৎসক দল ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করতে সহায়তা করেন।

পূর্ববর্তী হামলায়, গাজার উত্তরাঞ্চলের শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ২২ ফিলিস্তিনি নিহত হন।

উল্লেখ্য, গত বছর হামাসের আক্রমণের পর গাজায় গণহত্যার জন্য ইসরায়েল যুদ্ধ শুরু করে, এতে এই পর্যন্ত প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু ছিল এবং ১ লাখ ৪ হাজারেরও বেশি মানুষ আহত হন।

গাজায় দ্বিতীয় বছরের গণহত্যার পর আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান নিন্দা বাড়ছে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা আক্রমণ এবং সহায়তা পাঠানো বন্ধ করার ঘটনা জনসংখ্যা ধ্বংসের একটি উদ্দেশ্যপূর্ণ চেষ্টা হিসেবে চিহ্নিত করছে।

গাজায় হত্যাযজ্ঞ চালানোর জন্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, এবং হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত একটি গণহত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ইসরায়েল হামলা গাঁজা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর