Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে সোনার চেইন ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ২০:০৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ২০:০৭

ঢাকা: রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় বাসার সামনে মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে সোনার চেইন ছিনতাই করা হয়েছে।

বৃহস্পতিবার (২১নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- পাবনা জেলার ফরিদপুর থানার ডেমড়া গ্রামের জয় কুমার হালদারের স্ত্রী সাথী রানী হালদার (৩৬) ও দুই বছরের মেয়ে বিজয়িনী হালদার। জয় কুমার পোশাক কারখানায় চাকরি করেন। তার স্ত্রী গৃহিনী। তারা তুরাগ কামারপাড়ার মার্কেট এলাকায় ভাড়া থাকেন।

দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, সাথী রানী সকালে মেয়ে বিজয়িনীকে সেলুনে নিয়ে চুল কেটে বাসায় ফিরছিলেন। বাসার গেটের সামনে আসলে এক যুবক এসিড নিক্ষেপ করে। পরে সাথীর গলায় থাকা আট আনা ওজনের সোনার চেইন নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত দগ্ধ মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের অভিযোগ গলার চেইন ছিনতাই করতে এসিড নিক্ষেপ করা হয়েছে। বাসার বাইরে সিসি টিভির ফুটেজ দেখে ওই যুবককে সনাক্ত করা হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিকালে মা ও মেয়ে এসিড দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছেন। এদের মধ্যে মেয়ে বিজয়িনীর ২০ শতাংস ও মা সাথী রানীর ১৩শতাংস দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা গুরুতর।

সারাবাংলা/এসএসআর/এসআর

এসিড নিক্ষেপ মা-মেয়েকে এসিড নিক্ষেপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর