Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রোম-অ্যান্ড্রয়েড বিক্রি করতে হবে গুগলকে— আদালতে মার্কিন মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৪ ১৯:৩৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ২২:৩৭

বাজারে মনোপলি তথা একচেটিয়া দখলদারিত্বের অবসান ঘটিয়ে প্রতিযোগিতা ফেরাতে গুগল যেন তাদের ক্রোম ব্রাউজার ও মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বিক্রি করে দেয়, এমন দাবি তুলে আদালতের শরণাপন্ন হয়েছে মার্কিন বিচার মন্ত্রণালয়। তাদের আইনজীবীরা আদালতকে বলেছেন, অনলাইন সার্চের জগতে গুগল যেভাবে একাধিপত্য প্রতিষ্ঠা করেছে, তার অবসান ঘটাতে এ প্রস্তাবে রাজি না হলে তাদের আদালতের মাধ্যমে ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিক্রিতে বাধ্য করা উচিত।

বিজ্ঞাপন

বুধবার (২০ নভেম্বর) আদালতে পেশ করা মার্কিন বিচার মন্ত্রণালয়ের নথিতে বলা হয়েছে, অনলাইন সার্চ বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে গুগল। বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনার অন্যান্য উদ্যোগ ব্যর্থ হলে গুগলকে ব্রাউজারের বাজার থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত। পাশাপাশি তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও বিক্রি করতে হবে।

মার্কিন ডিস্ট্রিক্ট জাজ অমিত মেহতার আদালতে বিচার মন্ত্রণালয় দাবি জানিয়েছে, বিচারক যেন বিভিন্ন মোবাইল ডিভাইস নির্মাতাদের সঙ্গে গুগলের শত শত কোটি টাকার চুক্তি বাতিল করে দেন। ওই চুক্তির কারণেই স্মার্টফোন ও ট্যাবলেট পিসিগুলোতে বাধ্যতামূলকভাবে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করতে বাধ্য হন ডিভাইস নির্মাতারা।

মার্কিন বিচার মন্ত্রণালয়ের আইনজীবীরা বলেন, গুগলের এসব বেআইনি কার্যক্রম সরবরাহ চ্যানেলকে বাধাগ্রস্ত করার মাধ্যমে কেবল প্রতিদ্বন্দ্বীদেরই বঞ্চিত করেনি, একই সঙ্গে নতুন নতুন উদ্ভাবনী উপায় নিয়ে এই বাজারে প্রবেশের সব পথও রুদ্ধ করে দিয়েছে।

বিচারক মেহতা মার্কিন বিচার মন্ত্রণালয়ের এই আরজিগুলো অনুমোদন করলে গুগলকে এক দশকের জন্য কেন্দ্রীয় আদালতের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের মধ্যে আসতে হবে। বিচারক মেহতা এর আগে গত আগস্টে রায় দিয়েছিলেন, গুগল প্রতিযোগিতা আইন ভঙ্গ করে নিজেদের সার্চ ইঞ্জিনের জন্য একটি অবৈধ একচেটিয়া বাজার তৈরি করেছে।

রায়ে মেহতা বলেন, গুগল এর সার্চ ইঞ্জিনের জন্য একচেটিয়া বাজার তৈরি করতে শত শত কোটি ডলার খরচ করেছে। এর মাধ্যমে কোম্পানিটি সার্চ ইঞ্জিনের বাজারে সব ধরনের প্রতিযোগী নির্মূল করেছে এবং উদ্ভাবনের পথও আটকে দিয়েছে। সার্বিক বিচারে আদালতের সিদ্ধান্ত: গুগল একচেটিয়া বাজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং একচেটিয়া বাজার ধরে রাখতে তারা সবকিছুই করেছে।

বিজ্ঞাপন

গুগল আদালতে পালটা যুক্তি দিয়ে বলেছে, তাদের সার্চ ইঞ্জিন ব্যবহারে গ্রাহকদের আকাঙ্ক্ষাই তাদের জনপ্রিয় করে তুলেছে এবং গুগলকে সার্চ ইঞ্জিনের সমার্থকে পরিণত করেছে। এখন মন্ত্রণালয় গুগলের বিরুদ্ধে আদালতে যেসব প্রস্তাব করেছে সেগুলো বাস্তবায়ন করা হলে যুক্তরাষ্ট্রের ভোক্তা ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অবস্থানকেও দুর্বল করবে।

বাজারকে আরও প্রতিযোগিতামূলক করতে গুগল তাদের প্রস্তাবনা আদালতে উপস্থাপনের সুযোগ পাবে আগামী ডিসেম্বরে। আর মার্কিন বিচার মন্ত্রণালয়ের আরজি ও প্রস্তাবনাগুলো নিয়ে শুনানি হবে আগামী এপ্রিল মাসে।

কেবল গুগল নয়, ভোক্তার জন্য বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনার জন্য ২০২০ সালে মার্কিন কর্তৃপক্ষ বড় বড় সব প্রযুক্তি কোম্পানির কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আদালতের দ্বারস্থ হয়। গুগল ছাড়াও মেটা (ফেসবুক-ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী), অ্যামাজন, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলো রয়েছে এই তালিকায়।

সারাবাংলা/এনজে/টিআর

ক্রোম গুগল প্রসিকিউটর সার্চ ইঞ্জিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর