Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ সুরক্ষায় ত্রিদেশীয় আঞ্চলিক সহযোগিতার আহ্বান পরিবেশ উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ২১:৫০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০২:৫০

ঢাকা: পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ, ভারত ও নেপাল এই তিন দেশকে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৯)-এ বাংলাদেশ প্যাভিলিয়নে নেপাল ও ভুটানের পরিবেশ সচিবদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করে সহযোগিতার কার্যকর ধাপ নির্ধারণ করতে পারি। যৌথ উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করতে বিদ্যুৎ, কৃষি, বন এবং নদীর মতো খাতগুলোর ওপর মনোযোগ দেওয়া উচিত। এসব ক্ষেত্রে যৌথ কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ খাতগুলো জলবায়ু সহনশীলতার সঙ্গে সংযুক্ত এবং সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, নদীগুলো জলবায়ু অভিযোজন এবং কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদী ব্যবস্থাপনা, বিশেষত মূল্য সংবেদনশীল ফসল ও সম্পদ ভাগাভাগিতে ভূ-রাজনৈতিক বাধা মোকাবিলার জন্য যৌথ উদ্যোগ নেয়া যেতে পারে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কৃষি কোম্পানিগুলোর মিথ্যা সমাধান থেকে সতর্ক থাকতে হবে এবং প্রকৃত অর্থে কৃষক ও সম্প্রদায়কে সহায়তা করতে টেকসই পদ্ধতিকে অগ্রাধিকার দিতে হবে। বন সংরক্ষণ এবং এটি জলবায়ু লক্ষ্য অর্জনে ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে কীভাবে ভূমিকা রাখছে -তা নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, কম্যুনিটিভিত্তিক বীজ ব্যাংক ও সহনশীল ফসলের জাত তৈরির মতো উদ্ভাবনী সমাধান ভাগাভাগি করার মাধ্যমে কম বিনিয়োগে বড় সুফল আনা সম্ভব। উদ্ভাবন ভাগাভাগির ব্যবস্থা স্থাপনের মাধ্যমে আমরা কম বিনিয়োগে সুফল বাড়াতে পারি। এসব ক্ষেত্র বাস্তবসম্মত এবং রাজনৈতিক প্রতিবন্ধকতা কম, যা যৌথ উদ্যোগের জন্য আদর্শ।

বিজ্ঞাপন

বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা এবং নবায়নযোগ্য শক্তি বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে নির্গমণ কমানোর মাধ্যমে ক্রমবর্ধমান শক্তি চাহিদা পূরণ করা সম্ভব। এই রূপান্তর ত্বরান্বিত করতে কৌশল ও পদ্ধতি বিনিময়ের মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক স্থিতিস্থাপকতা বাড়ানো যেতে পারে।

বৈঠকে বাংলাদেশের পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/আরএস

কপ-২৯ ত্রিদেশীয় আঞ্চলিক সহযোগিতা পরিবেশ উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর