Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁশ নিয়ে ঝগড়ায় প্রাণ গেল ১ জনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৭:১৮

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ঝগড়ার জেরে মাথায় আঘাত করে এক ব্যক্তিকে খুনের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাঁশঝাড় থেকে বাঁশ কাটা নিয়ে প্রতিবেশির সঙ্গে ঝগড়ার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর বন্দর থানার ঈশান মিস্ত্রী ঘাট কোরবানী আলী শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মো. ইসমাইল (৫৫) নামে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘ঘরের সঙ্গে লাগোয়া একটি বাঁশঝাড় নিয়ে দুই প্রতিবেশির মধ্যে বিরোধ ছিল। সেই বাঁশঝাড় থেকে গতকাল (বুধবার) বিকেলে বাঁশ কাটতে যান ইসমাইল। প্রতিবেশি তাকে বাধা দেন। এতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ইসমাইলকে মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়।’

‘স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর আমরা বিষয়টি জানতে পারি। তখন পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে। ময়নাতদন্তের পর আজ (বৃহস্পতিবার) দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সুলতান আহসান।

সারাবাংলা/আরডি/এমপি

খুন হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর