Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ বিজয়ী কন্যাদের রাঙ্গামাটির সংবর্ধনা শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৬:০৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৬:১১

ফাইল ছবি

রাঙ্গামাটি: উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে আগামী শনিবার (২৩ নভেম্বর) রাঙ্গামাটিতে সংবর্ধনা দেওয়া হবে।

রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা আয়োজনে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি চলেছে।

প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচির সহযোগিতায় থাকছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে শহরজুড়ে করা মাইকিং করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হচ্ছে ফেস্টুন।

এবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিন কৃতী ফুটবলার ছাড়াও সাবেক ফুটবলার তাদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাসহ ছয়জনকে সম্মাননা জানানো হবে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা শুরু হবে। এরপর শোভাযাত্রাটি রাঙ্গামাটি জেলা শহরের ভেদভেদী-আসামবস্তি-তবলছড়ি-দোয়েল চত্বর-বনরূপার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে আসবে। পরে সেখানে কৃতী ফুটবলার ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হবে। এরপর সাফ বিজয়ীদের অনুভূতি ব্যক্ত ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার শেষ হবে।

আরও পড়ুন:

রাঙ্গামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন জানান, সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী তিন কৃতী ফুটবলারকে রাঙ্গামাটিবাসীর পক্ষ থেকে জাঁকজমকর্পূভাবে সংবর্ধনা দেওয়ার জন্য বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি চলেছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরে মাইকিং ও পোস্টার-ফেস্টুন লাগানো হচ্ছে। এই আয়োজনে রাঙ্গামাটির বিভিন্ন প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলাবাহিনী সহযোগিতা করছে।

বিজ্ঞাপন

এর আগে, ৩০ অক্টোবর (বুধবার) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর কন্যারা। নেপালের গোলবারে যে দুইটি বল গিয়েছে; তার দুটোই দিয়েছেন পাহাড়ের বীর কন্যা কনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। খেলায় সেরা খেলোয়াড় হয়েছে রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছে রূপনা চাকমা।

পাহাড়ের মেয়ে ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাছড়ি গ্রামে। রূপনা চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদাম গ্রামে। আর মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নের সুমান্ত পাড়ায়।

গত ৩০ অক্টোবর টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখায় ৩১ অক্টোবর পাহাড়ের কন্যাদের রাঙ্গামাটিবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা জানিয়েছিল জেলা প্রশাসন। এর আগেও, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী হওয়ায় ২৯ সেপ্টেম্বর সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবারও একই ধরণের কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন।

সারাবাংলা/এসআর

ঋতুপর্ণা চাকমা বিজয়ী কন্যাদের সংবর্ধনা মনিকা চাকমা রাঙ্গামাটি রূপনা চাকমা সাফ বিজয়ী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর