Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৪:৫১ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৭:৫৮

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান আখঞ্জ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার (১৭ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাংচুর করে অফিসে আগুন লাগিয়ে দেয়। এসময় বিএনপির অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়। পরে এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি বাদী হয়ে জগন্নাথপুর পুর থানায় গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বাদী হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান আখঞ্জ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এমন অভিযোগে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন। মামলাটি আজকে বৃহস্পতিবার এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। বাকিটা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর