Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজের দাম কমেছে, আলুরও কমবে: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৪:৩৪ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৭:৫৮

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন

চট্টগ্রাম ব্যুরো: পেঁয়াজের মতো আলুর দামও কমবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন।

তিনি বলেন, পেঁয়াজের দাম কমেছে। আশা করি আলুর দামও কমবে। যতদিন বাজারে পুরোপুরি স্বস্তি আসবে না আমরা বসে থাকব না।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সেখ বশিরুদ্দিন বলেন, আমরা এক কোটি পরিবারকে সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রির ও ভোক্তা অধিকার অধিদফতরের কার্যক্রমকে আরও ফাংশনালি করতে চাই। বাজার আগে থেকে পজিটিভ স্থানে আছে৷ টিসিবির প্রতিটি ট্রাকে আগে ৩৫০ জনকে কম দামে পণ্য বিক্রি করা হত। সেটাকে আমরা ৪০০ জন করার বিষয়ে আলোচনা করছি।

তিনি আরও বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে বলে বিভিন্ন আমদানি করা পণ্যের শুল্ক কমিয়েছি। বাণিজ্যক কাজে সবার সহযোগিতা দরকার।

ডিও (ডেলিভারি অর্ডার) প্রথার কেন বাতিল করা হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ ব্যাপারে আলোচনা করেছি। ডিওর সময় নির্দিষ্ট করার জন্য আমরা আলোচনা করেছি৷ লেনদেনের ক্ষেত্রে যা যা সমস্যা হচ্ছে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আমাদের লক্ষ্য। সরবরাহে যাতে কৃত্রিম বিলম্ব তৈরি না হয় সেটার দিক দিয়ে আমাদের সবার নজর রাখা উচিত। অনৈতিক কোনো প্রেশার যাতে ব্যবসায়ীদের ওপর না আসে সে দায় দায়িত্ব আমাদের।

এদিকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে বিভিন্ন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, চাহিদা ও যোগানে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। উৎপাদন বাড়াতে হবে। আমরা বাণিজ্য বেশি সংখ্যক মানুষের সংযোগ বাড়াতে চাই। এর মাধ্যমে বাজারে সরবারহ বাড়বে। গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সনাতন লেনদেনের কাঠামো পরিবর্তন করতে হবে। স্বচ্ছতা আনতে হবে লেনদেন।কাউকে অপরাধী হিসেবে পরিচিত করা আমাদের উদ্দেশ্য নয়।পাইকারী থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে।

কোন অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

খাতুনগঞ্জে ডিও ও এসও বিক্রি হচ্ছে উল্লেখ করে সেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে, পণ্য সরবরাহ হচ্ছেনা। শুধু ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না।

চট্রগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক আলীম আখতার খান, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, রিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী, খাতুনগঞ্জ ট্রেডিং করপোরেশন ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী ও ছাত্র প্রতিনিধি জোবায়েরুল আলম বারী বক্তব্য দেন।

সারাবাংলা/আইসি/ইআ

আলু-পেঁয়াজ বাণিজ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর