Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৩:৫৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:৩১

ঢাকা: সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ১৬টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ভিটল এশিয়া পিটিই লিমিটেড এই কার্গো দুটি সরবরাহ করবে। এতে ব্যয় হবে এক হাজার ৩৬৬ কোটি ৬৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা যায়,  স্পট মার্কেট থেকে আমদানি করতে যাওয়া এই কার্গো দুটির একটিতে ব্যয় হবে ৬৮৬ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকা (প্রতি ইউনিটের দর ১৪ দশমিক ৫৫ ডলার), আরেকটিতে ব্যয় হবে ৬৮০ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকা (প্রতি ইউনিটের দর ১৪ দশমিক ৪২ ডলার)।

সূত্র জানায় বৈঠকে,  দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য কৃষি মন্ত্রণালয়ের তিনটি ও শিল্প মন্ত্রণালয়ের চারটিসহ মোট সাতটি প্রস্তাবের বিপরীতে দুই লাখ ৩০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুর, রাশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবের প্রতিষ্ঠান থেকে এসব সার আমদানি করা হবে।  এতে ব্যয় হবে ৯০০ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার টাকা।

সূত্র জানায়, বৈঠকে আগামী ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পাঁচ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৭৬০টি পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে  ২৭৬ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকা।

সূত্র জানায়, এ ছাড়া বৈঠকে ‘শরীয়তপুর (মনোহরবাজার)-ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নম্বর-ডব্লিউপি-০১-এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এর আগে ১০৪ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এ কাজটি পেয়েছিল ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড। কিন্তু দরপত্রে প্রতিযোগিতা না থাকায় আরও বেশি দরদাতার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য টিইসি ও হোপের সুপারিশ বাতিল করে ক্রয় প্রস্তাবটির পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি এতে অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আরএস/ইআ

এলএনজি আমদানি কার্গো

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর