Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে জনপ্রশাসন সংস্কার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৪ ০৮:৩৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০৯:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়

ঢাকা: দেশ আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক দিগন্তে উপনীত হয়েছে। দেশের প্রতিটা ক্ষেত্রেই শোনা যাচ্ছে সংস্কারের কথা। জনগণের চূড়ান্ত চাহিদা রাষ্ট্রের পূর্ণ সংস্কার। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের উদ্যোগে ‘জনপ্রশাসন সংস্কার এবং আমাদের ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ, অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজনীন ইসলাম, অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবীর, বেলজিয়ামের আন্টওয়ার্প বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নীতিমালা বিভাগের সহযোগী গবেষক ড. মিজানুর রহমান ও অন্যান্য গুরুত্বপূর্ণ চিন্তক ও বিশ্লেষকরা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান।

সারাবাংলা/ইআ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সেমিনার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর