২ কিলোমিটারের বেহাল দশায় হাজার হাজার মানুষের ভোগান্তি
২১ নভেম্বর ২০২৪ ০৮:০৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০৮:১২
খুলনা: খুলনার রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়ন। সেখানকার কর্ণপুর থেকে ইলাইপুর মোড় পর্যন্ত সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ ভোগান্তির সমার্থকে পরিণত হয়েছে। এরই মধ্যে সড়কটির বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গেছে। দেখে বোঝার উপায় নেই এটি কাঁচা সড়ক নাকি পাকা সড়ক! এমন বেহাল দশায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। মাত্র দুই কিলোমিটার সড়কের কারণে এখন ভুগতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
সরেজমিনে ওই সড়ক দেখতে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর তিনেক আগে রাস্তাটি সংস্কার করা হয়। সংস্করের কিছুদিন পর থেকে সড়কের পিচ (বিটুমিন) উঠে যেতে শুরু করে। সড়কের বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানাখন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগ চরমে ঠেকেছে। সড়কের বেশির ভাগ জায়গাতেই বেরিয়ে এসেছে মাটি।
এ পরিস্থিতিতে সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষের। এ ছাড়া ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকারও হচ্ছেন পথচারীরা।
স্থানীয় ভ্যানচালক মো. ইসমাইল হাওলাদার সারাবাংলাকে বলেন, ‘রূপসা-বাগেরহাট পুরাতন সড়ক থেকে খুলনা-মোংলা মহাসড়কে দ্রুত যেতে এই সড়ক ব্যবহৃত হয়। তবে সড়কটি দিয়ে ছোট যানবাহন চলাচলের কথা থাকলেও ভারী যানবাহন চলাচল করে। এ কারণে বর্তমানে সড়কের অবস্থা খুব খারাপ। আগে কর্ণপুর থেকে ইলাইপুর মোড়ে আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতাম। এখন অনেক দূর ঘুরে চলাচল করতে হয়।’
স্থানীয় আব্দুল হালিম বলেন, ‘সড়কটির খুব খারাপ অবস্থা। আমাদের চলাফেরায় খুব কষ্ট হচ্ছে। জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
ওই সড়কে চলাচলকারী শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, ‘সড়কটির বেশির ভাগ স্থানই ভেঙে গেছে। এ কারণে স্কুলে যেতে খুবই কষ্ট হয়। আমরা চাই সড়কটি দ্রুত মেরামত করে দেওয়া হোক।’
পিকআপের চালক আসলাম শেখ বলেন, ‘বেহাল এ রাস্তার কারণে প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যায়। নাটবোল্ট খুলে পড়ে। এতে আমাদের লোকসানের মুখে পড়তে হয়। বিপদে না পড়লে এ সড়কে আসি না।’
জানতে চাইলে রূপসা উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান বলেন, ‘সড়কটির অবস্থা খুব খারাপ। রাস্তাটি নতুন করে তৈরি করতে হবে। আমরা একটা প্রজেক্টে দিয়েছিলাম, সেটা পাস হয়েছে। আগামী বছরের এই সময়ে সড়কটির কাজ শুরু হবে।’
সারাবাংলা/টিআর