কৃষি উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
২০ নভেম্বর ২০২৪ ২২:০১ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০৯:১৯
ঢাকা: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ( অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) একেতেরিনা সেমেনোভা।
বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাৎ হয় তাদের। সাক্ষাৎকালে কৃষি উৎপাদন, কৃষি পণ্য রফতানি ও সার বিষয়ে আলোকপাত করা হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে রাশিয়ার দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ টেনে এ দেশের কৃষি খাতে অগ্রগতির প্রশংসা করেন। দেশের কৃষিখাতে তার দেশের সহযোগিতা বিশেষ করে সার রপ্তানি বিষয়ে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ জানান।
রাষ্ট্রদূত তার দেশে উৎপাদিত বিভিন্ন সার বিশেষ করে ডিএপি (ডাই এমোনিয়াম ফসফেট) ও পটাশ ( মিউরেট অব পটাশ) সার রফতানির প্রস্তাব দেন। রাষ্ট্রদূত প্রাথমিকভাবে ৪০ হাজার মে. টন পর্যন্ত ডিএপি ও ৩০ হাজার মে. টন পর্যন্ত পটাশ সার সরবরাহ বিষয়ে তাদের আগ্রহের কথা জানান।
কৃষি উপদেষ্টা সার রফতানির এ প্রস্তাবকে স্বাগত জানান। উপদেষ্টা সাশ্রয়ী মূল্যে স্বল্প সময়ে উন্নত মানের সার সরবরাহকারী দেশের সাথে জিটুজি পদ্ধতিতে আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান। উপদেষ্টা দেশের বিভিন্ন মৌসুমি ফল বিশেষ করে কাঁঠাল আমদানির জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান।
এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মন্ত্রণালয় ও রাশিয়ান দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/এসআর