Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচার হওয়া ২৪ কিশোর-কিশোরী দেশে ফিরল

লোকাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ২১:১৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২১:১৯

বেনাপোল: ভালো কাজের কথা বলে ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি কিশোর ও কিশোরীকে উদ্ধারের পর ট্রাভেল পারমিটে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোষ্টে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা কিশোর-কিশোরীরা সাতক্ষীর,পটুয়াখালি ও কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

পুলিশের কার্যক্রম শেষে আইনি সহায়তার জন্য রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার ও বাংলাদেশ মঞিলা আইনজীবী সমিতি নামে ৩টি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।

পুলিশ ও মানবাধিকার কর্মকতারা জানায়, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভাল কাজের কথা বলে দালাল চক্র দুই থেকে ৭ বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ওই চক্র কিশোর-কিশোরীদের ফেলে চলে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকার কর্মীরা তাদের ছাড়িয়ে বিভন্ন সেল্টার হোমে রাখেন। দুই দেশের রাষ্ট্রীয় সহয়তায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর