কিয়েভে দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রসহ ৪ দেশ
২০ নভেম্বর ২০২৪ ২০:০৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২৩:৪৯
রাশিয়া-ইউক্রেনের মধ্যে প্রবল যুদ্ধের আশঙ্কায় কিয়েভে নিজেদের দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি স্পেন, ইতালি ও গ্রিসও কিয়েভে তাদের দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বুধবার (২০ নভেম্বর) কিয়েভে বিমান হামলা হওয়ার আশঙ্কায় দূতাবাসগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো।
ইউক্রেনজুড়ে বিমান হামলার ঝুঁকি বৃদ্ধির কারণে দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
সধারণ নাগরিকসহ দূতাবাসের কর্মকর্তাদেরকেও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে দেশগুলো।
এদিকে, সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি এতোটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে যে, ইউরোপের তিনটি দেশ নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড জুড়েও আতঙ্ক তৈরি হয়েছে। এই তিন দেশের সরকার তাদের নাগরিকদের প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তবে দূতাবাস বন্ধের এই সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়া। এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের উসকানি আছে বলে অভিযোগ দেশটির।
সারাবাংলা/এসডব্লিউ