Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ফরম্যাটে ফেডারেশন কাপ, একই গ্রুপে আবাহনী-মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৮:৫২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৯:০১

ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান

২২ নভেম্বর বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের এবারের মৌসুম। ৩০ নভেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর আসন্ন ০৩ ডিসেম্বর পর্দা উঠবে ফেডারেশন কাপের। আজ বাফুফে ভবনে হয়ে গেল আসন্ন ফেডারেশন কাপের ড্র, একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ও ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডান।  কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আগামী ৭ জানুয়ারি হবে হাই ভোল্টেজ এই ম্যাচ।

বিজ্ঞাপন

দশ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘বি’ গ্রুপে আবাহনী, মোহামেডানের সাথে আছে চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব

‘এ’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও গত মৌসুমের ট্রেবলজয়ী বসুন্ধরা কিংসের সঙ্গী বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স।

এবারের ফেডারেশন কাপ মাঠে গড়াচ্ছে নতুন ফরম্যাটে। থাকছে না কোনো সেমিফাইনাল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আদলে হবে শেষ চারের লড়াই। দুই গ্রুপের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার রাউন্ডে, জয়ী দল চলে যাবে ফাইনালে। দুই গ্রুপের দুই রানার্স-আপ এলিমিনেটরে লড়বে একে অন্যের বিপক্ষে। 

জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে। এই রাউন্ডে জেতা দল প্রথম কোয়ালিফায়ার্স জয়ীর সঙ্গে খেলবে ফাইনাল। এই ফরম্যাটে থাকছে না কোনো তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ। 

এবারের মৌসুমের ফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে আলাদা তিনটি ভেন্যু; বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। 

ফেডারেশন কাপের রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী। ২০২১-২২ মৌসুমে রহমতগঞ্জকে হারিয়ে জিতেছিল শিরোপা। ১১ বার জিতে দ্বিতীয় অবস্থানে মোহামেডান, ২০২২-২৩ মৌসুমে আবাহনীকে হারিয়েই ফেডারেশন কাপ জিতেছিল ক্লাবটি। তবে শেষ পাঁচ আসরের মধ্যে তিনবার ট্রফি জিতে আধিপত্য দেখিয়েছে বসুন্ধরা কিংস। 

সারাবাংলা/জেটি

আবাহনী আবাহনী বনাম মোহামেডান ঢাকা মোহামেডান ফেডারেশন কাপ বাফুফে

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর