Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৮:৪৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২০:২০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

ঢাকা: সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ সাবেক এই প্রধানমন্ত্রীকে নিজস্ব ব্যবস্থাপনায় সেনাকুঞ্জে নিয়ে যাবে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম সাত্তার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বি এম সাত্তার বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে খালেদা জিয়া সেনাকুঞ্জে যাবেন। উনারাই (সশস্ত্র বাহিনী বিভাগ) ম্যাডামকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন।’

২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হওয়ার পর এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন খালেদা জিয়া।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বি এম আবদুস সাত্তার সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়াকে পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

খালেদা জিয়া ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্যসহ ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে সশস্ত্র বাহিনী দিবসে।

সারাবাংলা/এজেড/টিআর

খালেদা জিয়া বিএনপি সশস্ত্র বাহিনী দিবস সেনাকুঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর